What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected মেঘ মায়া.... (1 Viewer)

Pegasus

Member
Joined
Mar 8, 2018
Threads
103
Messages
171
Credits
28,977
– আপনার মনে খুব কষ্ট, তাই না? (মিষ্টি মেঘ)
-আপনি কি মনোবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেন? (আমি)
– নাতো, কেন?
– আপনার কি দেখে মনে হলো আমার মনে খুব কষ্ট??
– না মানে… কিভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না তাই……..
– হুম, এখন কিভাবে শেষ করতে দেখাচ্ছি ৷
ভাল থাকবেন, শুভরাত্রি ৷ Bye….
রিপ্লাইয়ের অপেক্ষা না করে বালিশের আশ্রয় নিলাম ৷ ফেসবুকে এখন ফেক আইডির ছড়াছড়ি, তাই এদের কথা ভেবে ঘুম নষ্ট না করাই ভালো ৷
পরদিন সকালে উঠে দেখি ফেসবুক থেকে বের হতে ভুলে গেছিলাম এবং ওই আইডি থেকে ১৩টা মেসেজ ৷
আমি অনলাইনে আছি কিন্তু রিপ্লাই দিচ্ছি না কেন? ঘুমিয়ে পড়লাম নাকি? এত ভাব কেন আমার?
এরকম ছিল মেসেজের কথাগুলো ৷ দেখি আইডি টা অনলাইনে আছে ৷ ছোট করে একটা মেসেজ দিলাম,
– শুভ সকাল ৷
– শুভ সকাল, কেমন আছেন?
– ভাল, আপনার নাম কি?
– মিম
– Sweet name.
– ধন্যবাদ ৷ এখন কলেজে যাব, রাতে কথা হবে, বাই
– Ok, Bye…
এভাবেই শুরু হয় আমাদের সম্পর্কটা ৷ আমাদের কথাবার্তা সবসময় মেসেজের মাধ্যমে হতো, কখনো কেউ কারো কন্ঠ শুনিনি এমনকি ছবিও দেখিনি ৷
আমাদের পরষ্পর বোঝাপড়াটা ছিল দারুন ৷ ও খুব ভাল বুঝতো আমাকে ৷ সারাদিন কে কি করলাম তা শেয়ার করতাম একে অপরের সাথে ৷
আমি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ি মিমের উপর ৷ ওর মায়ায় জড়িয়ে যাই গভীরভাবে ৷ বুঝতে পারি আমি ওকে ভালবেসে ফেলেছি ৷
অনেক ভেবে মেসেজ দিলাম…….,
– তোমার সাথে কিছু কথা আছে ৷ মেসেজে বলা যাবেনা, অনেক সিরিয়াস ৷ ০১৭……….. এটা আমার নাম্বার ৷
১০ মিনিট পর অপরিচিত নাম্বার থেকে কল, বুঝলাম মিমের ফোন ৷ রিসিভ করে,
– হ্যালো, কে? মিম? (আমি)
– হ্যা, বলো কি তোমার সিরিয়াস কথা ৷ (মিম)
– আমি মিষ্টি মেঘে মায়ায় জড়িয়ে গেছি ৷ এর থেকে বের হওয়ার ক্ষমতা আমার নেই ৷
আর বের হতেও চাই না, আমি এই মেঘের মায়ায় জড়িয়ে থাকতে চাই সারাজীবনের জন্য ৷
এক নিমিষে বলে ফেলালাম কথাগুলো ৷ মিম নিশ্চুপ…
আমি আবার বললাম,
– কি হলো, কিছু বলবা না?
– তুমি তো আমায় কখনো দেখনি ৷
– দেখাটা আমার কাছে বড় বিষয় না ৷
– তারপরও আমাকে দেখার পর তোমার মনের পরিবর্তনও হতে পারে ৷
– তোমার যদি তাই মনেহয় তাহলে চলো কাল দেখা করি ৷
– আচ্ছা ঠিক আছে ৷
আজ আমাদের প্রথম দেখা হবে ৷ আমি ওকে একটা নীল শাড়ী পরে …….পার্কে আসতে বলেছি ৷
কিন্তু পার্কে কোন নীল শাড়ী পরা মেয়ে দেখলাম না ৷ এক কোনায় একটা মেয়ে একা বসে আছে ৷ সামনে এগিয়ে গেলাম, মোটা এবং শ্যামলা বর্ণের একটা মেয়ে ৷
আমি বললাম….,
– মিম?
– হুম, তুমি রিয়াদ
– হ্যা
চেহারাটা সুন্দর না তার জন্য একটু খারাপ লাগলেও বেশি খারাপ লাগছিল শাড়ীটা না পরার জন্য ৷ কিন্তু খারাপ লাগার চেয়ে ভালবাসাটা একটু বেশি ছিল ৷
তাই ওর হাতে একটা গোলাপ দিয়ে বললাম,
– Will you marry me?
ও আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ৷ হটাৎ পেছন থেকে নীল বসনা এক মায়াবী নারী মুর্তি আমার সামনে এসে দাড়ালো ৷
তারপর বসে থাকা মেয়েটি আমার দেওয়া গোলাপটি এই নীল বসনার হাতে দিয়ে বলল,
– নে, সামলা তোর রোমিওকে ৷
খেলাটা বুঝতে আমার দেরি হলো না ৷ মিম আমার পাশে এসে বসল, কিন্তু চুপ করে বসে আছে ৷ আমি ওর কানের কাছে মুখ নিয়ে বললাম,
– I Love You mim…
– (নিশ্চুপ)
আরো কয়েকবার বললাম ৷ মিম সেভাবেই নিশ্চুপ, শুধু আঙ্গুলের কড় দিয়ে কিছু একটা গুনছে ৷
আমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছি, কিন্তু ও কিছুই বলছে না ৷ আমি একটু রেগে গিয়ে বললাম,
– কিছু বলো, যদি না বলতে চাও তাহলে চলো উঠে পড়ি ৷
– ১৩টা শেষ, I Love You too….
– এতক্ষণ কি হলো?
– এটা আমার ১৩টা মেসেজের রিপ্লাই না দেওয়ার শাস্তি ৷
বলে একটা দুষ্ট হাসি দিয়ে আমার কাঁধে মাথা রাখলো ৷
অস্তমিত সূর্য, সবুজ ঘাস, একটা কদম গাছ আর গাছের ডালে বসে থাকা একটি শালিক পাখি সাক্ষী হয়ে রইলো আমাদের ভালবাসার ৷

 

Users who are viewing this thread

Back
Top