What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected চুপি চুপি প্রেম..💘 (1 Viewer)

Pegasus

Member
Joined
Mar 8, 2018
Threads
103
Messages
171
Credits
28,977
:-এই রিমা দাড়াও.. দাড়াও বলছি, আমার কথাটা শুনে যাও.. এই মামা রিকশা থামান..(রিয়াদ)
:-রিকশা থামাবেন না, আপনি আপনার মত চলুন..(রিমা)
:-রিমা আমার একটা কথা শুনে যাও..
রিমাাা....... 😮(রিয়াদের একটা চিৎকার শোনা গেল)
রিমা এবার পিছনের দিকে তাকিয়ে দেখে রিয়াদ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে আছে..
এই মামা রিকশা থামান.. একথা বলেই রিমা দৌড়ে চলে গেল রিয়াদের দিকে..
রিয়াদ তোমার কি হয়েছে, এই help plz.. some body help plz..
সবাই মিলে রিয়াদ কে ধরে হসপিটালে নিয়ে গেল..
রিমা কাঁদছে আর ভাবছে..
কেনো আমি থামলাম না, আমার জন্য রিয়াদের এমন অবস্থা হলো.. একটা বার কেনো পাগলটার কথা শুনলাম না..
রিয়াদ জরুরি বিভাগে আছে, চিকিৎসা চলছে..
ততক্ষণে পূর্বে কি ঘটেছে চলুন দেখে আসি..
:
উৎস কচিং সেন্টার, একটা একাডেমির মত..
সেখানে অনেক ছেলে মেয়ে কচিং করে,
তাদের ভিতর একজন ছিল রিয়াদ..
কচিং এ রিয়াদের অনেক বন্ধু থাকলেও রিয়াদের গ্রুপে সে একাই..
এজন্য একা একা তার ক্লাস করতে হত..
কিছুদিন পর স্যার একটা মেয়ে কে দেখিয়ে বললো..
:-এই রিয়াদ...(স্যার)
:-জ্বি স্যার...(রিয়াদ)
:-এর নাম রিমা.. তোমার গ্রুপেই পড়ে, এখন থেকে তোমরা দুজন এক সাথেই ক্লাস করবা..(স্যার)
okk স্যার..(রিয়াদ)
এ কথা বলে স্যার বাহিরের দিকে গেল..
রিয়াদ এবার মেয়েটির দিকে ফিরে তাকালো, বোরকা পড়া.. শুধুমাত্র চোখ দুটো খোলা..
:-Hi...(হাতটি বাড়িয়ে রিয়াদ)
:-Assalamu alaikum.. (রিমা)
:-(একটু লজ্জা পেয়ে) walaikums salam.. আপনি কোন স্কুলে পড়েন..(রিয়াদ)
:-KP Girls School a.. (রিমা)
:-ও আচ্ছা..
এমন সময় স্যার চলে আসলো..
:-রিমা.. তুমি এখানে এসে বস, তোমরা দুজন এক জায়গায় বসবে.. দুজনের জন্য আর ব্লাক বোর্ডে না গিয়ে খাতায় সবকিছু বুঝিয়ে দিব.. একদিন তোমার খাতা দিবে একদিন রিয়াদের খাতা দিবে.. (স্যার)
:-ঠিক আছে স্যার..
রিমা এবার রিয়াদের পাশে এসে বসলো, একদম পাশে না.. এক বেঞ্চের দুই মাথায় দুই জন..
রিয়াদের তো এবার হার্টবীট বেড়ে গেল, এখন থেকে এর পাশে বসে ক্লাস করতে হবে..
প্রথম দিন বেশি কিছু ঘটলো না..
কিন্তু পরের দিন..
রিয়াদ একা একা বসে আছে, এখনও স্যার ও আসেনি.. এমন সময় একটা মেয়ে আসলো..
:-কেমন আছেন..(মেয়েটি)
রিয়াদ আসে পাশে তাকিয়ে দেখলো অন্য কাউকে বলছে কিনা..
:-আরে আপনাকেই বলছি..(মেয়েটি)
:-আপনাকে তো ঠিক চিনতে পারলাম না..(রিয়াদ)
:-বাহ.. গতকাল পরিচত হলেন, এক সাথে বসে কচিং করলেন.. আর এখন চিনতে পারছেন না..(রিমা)
আসলে আজকে রিমা বোরকা পড়েছে ঠিকি, কিন্তুু মুখ খোলা.. আর রিয়াদ ভাবতেই পারেনি যে এত সুন্দর একটা মেয়ের পাশে বসে কচিং করেছে..
:-ওহ আপনি.. আসলে কি করে চিনবো বলুন, এখনি তো আপনার মুখটা প্রথম দেখলাম.. আর আমি তো ভাবতেই পারিনি যার পাশে বসে কচিং করেছি সে এতটা সুন্দর হবে..
:-এইযে.. সুন্দর সুন্দর বলে মন জয় করার চেষ্টা তাই না..
:-আরে ঠিক তা না..
:-so সাবধান..
:-ওরে বাবা.. তেঁতুল আর কি টক, এটা দেখি তার চেয়েও বেশি টক..
:-কিছু বললেন..
:-না.. না.. আপনাকে কিছু বলি নাই..
স্যার চলে আসলেন, এবং পড়ানো শুরু করলেন..
:-রিয়াদ বলো.. আলো ও শব্দের মধ্যে কার চলন গতি বেশি..(স্যার)
:-সম্ভবত দুজনেরি সমান..(রিয়াদ)
রিয়াদের এমন উত্তর শুনে রিমা নিজের হাসিটাকে কন্ট্রোল করতে পারলো না..
:-হাসছেন কেন.. এতই যদি পারেন, তাহলে উত্তর টা আপনি দেন..(রিয়াদ)
:-শব্দের চেয়ে আলোর দুরত্বের গতি বেশি। যেমন: আকাশে যখন মেঘ ডাকে তখন আমরা প্রথমে আলো দেখতে পায়.. এবং কিছুক্ষণ পর শব্দ শোনা যায়..(রিমা)
:-বাহ.. খুব সুন্দর হয়েছে..(স্যার)
আর এদিকে রিয়াদ লজ্জা ভরা মুখ নিয়ে মাথা নিচু করে বসে আছে..
রিয়াদ মনে মনে ভাবছে..
এখন থেকে সমস্ত পড়া মুখস্ত করে কচিং এ আসবো, ওর সামনে যদি পড়া না পারি.. তাহলে তো মানসম্মান সব শেষ..
কিন্তুু যায় হোক, একটা মেয়ের জন্য যদি রিয়াদ gd student হয় তাহলে সেটা দোষের না..
কচিং শেষে..
:-কি হলো.. আপনি কোনো কথা বলছেন না যে..(রিমা)
:-এই ভাবে কথা বললে অনেক দূরের মানুষ বোঝায়, আপনা-আপনি কথা থেকে একটু নিচে নামা যায় না..(রিয়াদ)
:-ঠিক আছে.. তাহলে তুই করে বলি..
:-এই না.. না.. এতটা নিচে না..
:-তাহলে..???
:-মাঝামাঝি.. মানে তুমি করে বললেই ভালো হয়..
:-আপনার যা ইচ্ছা বলতে পারেন..
:-ঠিক আছে, তবে আমি যে ভাবে বলবো তোমাকেও সেই ভাবে বলতে হবে..
:-চেষ্টা করবো..
:
এখন রিয়াদ নিয়মিত পড়ালেখা করে..

কিছুদিন পর..
:-স্যার.. সবাই তো শিক্ষা সফরে যাচ্ছে আমরাও যাবো..(All students)
:-কোথায় যাবার প্লান করলে..(স্যার)
:-স্যার এবার আমরা সুন্দরবন দেখতে যাবো..(রিয়াদ)
:-ঠিক আছে, তোমার যা বলবে তাই হবে.. আর সবাই টাকা জমা দিও রিয়াদের কাছে..(স্যার)
:-স্যার.. আমার যাওয়া হবেন না..(রিমা)
:-কেনো..(স্যার)
:-আসলে আমার আব্বু আমাকে দূরে কোথাও যেতে দেয় না..(রিমা)
:-ওওও..
:-স্যার.. আমিও যেতে পারবো না..(রিয়াদ)
:-তোমার আবার কি হলো..(স্যার)
personal problem.. (রিয়াদ)
রিয়াদের এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল, যে ছেলেটা সুন্দরবন যাবার জন্য লাফালাফি করছিল.. আর সেই এখন বলছে যাবে না..
কেউহ বুঝতে না পারলেও, স্যার আর রিমা ঠিকি বুঝতে পেরেছে রিয়াদের না যাবার কারণ..
:-রিমা.. তোমার বাবার নাম্বার টা দাও..(স্যার)
:-01912-922535..(রিমা)
স্যার রিমার আব্বুর কাছে ফোন দিল..
:-Assalamu alaikum.. (রিমার আব্বু)
:-walaikums salam.. আমি রিমার কচিং এর শিক্ষক বলছিলাম..
:-জ্বী স্যার বলুন..
:-আমরা সবাই শিক্ষা সফরে যাচ্ছি, কিন্তুু রিমা বলছে আপনার অনুমতি না নিয়ে সে কিছু বলতে পরবে না.. আর একজন কে রেখে আমরা কি করে যাই বলুন.. ওর সমস্ত দায়িক্ত আমি নিলাম, কোনো সমস্যা হবে না..
:-আপনি যখন এত করে বলছেন, তখন কি আর না বলতে পারি.. ঠিক আছে রিমাও আপনাদের সাথে যাবে..

:-রিমা.. তোমার বাবা অনুমতি দিয়ে দিয়েছে..
:-আপনাকে অসংখ্যা ধন্যবাদ স্যার..(রিমা)
:-স্যার.. একটা কথা বলতাম..(রিয়াদ)
:-হ্যা বলো..
:-আমি আপনাদের সাথে না গেলে আপনাদের খুব খারাপ লাগবে তাই না..
:-হ্যা লাগবে.. তবে কি আর করার আছে, যতই হোক personal pblm বলে কথা..
:-স্যার.. আমার যতই personal pblm হোক, আমি আপনাদের মনে কষ্ট দিতে পারবো না..(রিয়াদ)
:-এতে কষ্ট পাবার কি আছে..(স্যার)
:-স্যার.. উনি মনে হয় আমাদের সাথে যেতে চাচ্ছে..(রিমা)
:-এইতো তুমি আমার মনের কথা বলেছো..(রিয়াদ)
:-ঠিক আছে, আমরা সবাই মিলে যাবো..
কচিং শেষে..
:-রিমা.. তুমি কিভাবে বুঝলে আমি তোমাদের সাথে যেতে চাচ্ছি..(রিয়াদ)
:-এতটুকু বুঝা খুবি সহজ, আর এটাও জানি প্রথমে আমি যেতে চায়নি বলে তুমিও যেতে চাওনি..(রিমা)
:-আর কি কি জানো..
:-আরো অনেক কিছুই জানি, তবে এখন আর কিছু বলবো না.. সেটা সময় বলে দিবে..
:
আজকে শিক্ষা সফর..
রিয়াদ সেই সক্কাল বেলা থেকে বাসের ভিতর উঠে বসে আছে, তবে পাশে একটা সিট খালি রেখে বসেছে..
কিন্তুু রিমা এখনও আসছে না, এদিকে রিয়াদ তার অপেক্ষায় আছে..
এমন সময় রিয়াদের নজর আটকে গেল বাসের দরজায়, একটা পরী বাসে উঠছে..
রিয়াদ হা করে পরীর দিকে চেয়ে আছে,
পরীটা আস্তে আস্তে রিয়াদের কাছে চলে আসলো..
:-এইযে শুনুন.. আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলুন তো..(রিয়াদ)
:-একটু ভেবে দেখুন কোথায় দেখেছেন..(পরী)
:-ওহ হ্যা.. মনে পড়েছে আগের জনমে তুমি আমার ইয়ে ছিলে..(রিয়াদ)
:-শয়তান.. ইয়ে মানো কি হু, ইয়ে মানে কি..
:-এই লাগছে তো..
:-আমি জানালার পাশে বসবো, তুমি এদিকে উঠে এসো..(রিমা)
:-না.. আমি জনালার পাশে বসবো..(রিয়াদ)
:-ঠিক আছে বসো.. তাহলে আমি অন্য কারো পাশে গিয়ে বসি..
:-এই নাাাা.. বসো জানালার পাশে..
বাস চলতে শুরু করলো..🚌🚌
:-এবার বলো আমাকে না চেনার ভান করলে কেনো..
:-কি করে চিনবো বলো, এই প্রথম তোমাকে বিনা বোরকায় দেখলাম.. এতদিন তো বোরকার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিলে..
:-তাই না.. তাহলে এখন দেখে নাও মন ভরে..
:-না.. তোমার দিকে তাকাতে আমার লজ্জা লাগে..
:-শয়তান.. কচিং এর সময় যখন আড়চোখে আমার দিকে তাকাও, তখন, তোমার লজ্জা কোথায় যায় শুনি..
:-তার মানে তুমিও আমার দিকে তাকিয়ে থাকো..
:-থাকতেই পারি.. কেনো তোমার গায়ে কি সাইনবোর্ড ঝুলানো আছে, যে আমার দিকে তাকানো নিষেধ..
আর এভাবে দুষ্টু মিষ্টি ঝগড়ার মধ্যো দিয়ে এদের পথ চলতে লাগলো..
আর লেখকের মনে বেজে উঠলো..
এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত তুমি বলোতো..
আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি, এই রিমার মনের মধ্যে এই বোকা ছেলেটার জন্য অনেক খানি জায়গা হয়ে গেছে.. কিন্তুু বেশির ভাগ মেয়েরা ছেলেদের কাছ থেকে প্রপোজ পেতে পছন্দ করে..
আবার রিয়াদ ও এক পা সামনের দিকে এগিয়ে দুই পা পিছন দিকে ফিরে আসে, যদি তাদের বন্ধত্ব টা নষ্ট হয়ে যায়..
:
অবশেষে তারা সুন্দরবন পৌছে গেল..
আমি লেখক একবার আব্বুর সাথে সুন্দরবন গিয়েছিলাম, ক্লাস 1 এ থাকতে..
সবাই চারিদিকে ছড়িয়ে গেল, এখানে আছে শুধু স্যার রিমা আর রিয়াদ..
তারা ৩ জন এবার বোনের ভিতর ঘুরতে লাগলো, কাঠের তৈরি করা রাস্তা..
অনেকটা ব্রিজের মত, যেন কোনো পশু পাখি আক্রমণ করতে না পারে.. সেজন্য প্রায় ১০ ফুট উচু করে কাঠের রাস্তা তৈরি করা..
অবশেষে ঘোরাঘুরি শেষ হলো, এদিকে তাদের রান্না ও শেষ..
সবাই খেতে বসলো, এবার রিয়াদ ইচ্ছা করেই রিমার পাশে গিয়ে বসলো..
কিন্তুু কেউ কিচ্ছু বললো না, কারণ এরা দুজন কচিং এও এক জায়গায় বসে..
রিয়াদের পাশে বসে রিমা খেতে খুব লজ্জা পাচ্ছে..
রিয়াদ সেটা বুঝতে পেরে সবার চোখ ফাঁকি দিয়ে নিজের হাতে রিমার মুখে ভাত তুলে দিল..
এবং ২য় বার ভাত দিতে গেলে রিমা ইচ্ছা করেই তার আঙ্গুলে কামড়িয়ে ধরে..
:-উহহহ..(রিয়াদ)
:-কি হলো রিয়াদ..(স্যার)
:-মশাই কামড়িয়েছে..
:-তাই বলে এত জোরে চিৎকার করতে হবে..
:-মশা টা যে অনেক বড়..
সবার চোখ ফাকি দিলেও স্যার এটা ঠিকি বুঝতে পেরেছে..
খাওয়া শেষে সবাই বাসে উঠলো, কিন্তুু এবার রিয়াদ অন্য সিটে গিয়ে বসেছে..
আর রিমা সেই আগের সিটেই আছে..
কিন্তুু রিয়াদ অন্য সিটে বসেছে বলে রিমা মন খারাপ করে বসে আছে, আর চোখে পানি টলমল করছে..
এমন সময় স্যারের অর্ডার আসলো..
কোনো সিট change হবে না, আসার সময় যে যেখানে বসেছিল.. সে সেখানে বসবে..
একজন রিয়াদের কাছে গিয়ে বললো..
:-এইযে.. আসার সময় আমি এখানে ছিলাম, আপনি এবার উঠুন..
কোনো উপায় না পেয়ে রিয়াদ আবার রিমার পাশে গিয়ে বসলো..
বাস চলতে শুরু করলো, জানালার ফাঁক দিয়ে হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে..
রিয়াদ চাদর জড়িয়ে বসে আছে, কিন্তুু রিমা কোনো শীতের পোষাক নিয়ে যায়নি..
পাগলী টা শীতে কাপছে..
রিয়াদ এবার নিজের চাদর টা মেলে, তার চাদরের ভিতর রিমাকে জড়িয়ে নিলো..
রিমা কোনো প্রতিবাদ করলো না, আরো তার দিকে সরে গিয়ে বসলো..
এক চাদের ভিতর তারা দুজন.. তাদের অনুভূতী যে কেমন, সেটা বোঝানোর ক্ষমতা লেখকের নেই..
:-কোনো ভুল করে থাকলে sorry.. (রিমা)
:-কাছের মানুষকে সরি বলতে নেই..(রিয়াদ)
রিমা এবার রিয়াদের কাধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো..
অবশেষে শিক্ষা সফর থেকে সবাই বাসায় ফিরলো..
:
পরের দিন কচিং এ
:-শিক্ষা সফরে গিয়ে সবার কেমন লাগলো..(স্যার)
:-অনেক ভালো লেগেছে..(all students)
:-ঠিক আছে, এবার মন দিয়ে পড়ালেখা করো..
রিয়াদ আর রিমা এক বেঞ্চে বসে আছে, কিন্তুু কেনো জানি এক অজানা চৌম্বকীয় আকার্ষণ এক অপরকে টানছে..
আস্তে আস্তে দুজন এক জায়গায় চলে আসছে, ২টি আত্মা যেন এক সাথে মিশে যেতে চাচ্ছে..
কচিং শেষে রিমা যখন বাসায় ফিরতো, রিয়াদ প্রতেক দিন তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো..
:
কয়েক দিন পর
:-স্যার.. আজ ২দিন ধরে রিয়াদ কচিং এ আসছে না কেনো..(রিমা)
:-আমিও তো তাই দেখছি, রিয়াদ কচিং বন্ধ দেয়না তো..
:-ওর ফোন নাম্বার টা দিন..
:-০১৭........
রিমা বাসায় গিয়ে ওর আব্বুর ফোন দিয়ে রিয়াদের কাছে call দিল..
:-hello....(রিয়াদ)
:-কোথায় আছো তুমি.. কেমন আছো.. তুমি ঠিক আছো তো.. কচিং এ আসছো না কেনো..(রিমা)
:-এত্ত গুলো প্রশ্ন এক সাথে..
:-আমার প্রশ্নের উত্তর এখনও পায়নি..
:-আমি বাসায় আছি.. ভালো আছি.. ঠিক আছি.. আমি আর কচিং করবো না..
:-তাহলে আমার কি হবে..(কান্না জড়িত কন্ঠে)
:-মানে..
:-সেটা তোমার মত গাঁধার বুঝা লাগবে না, কাল থেকে কচিং এ না আসলে তোমার খবর আছে..
এটা বলেই রিমা ফোন কেটে দিল..
রিয়াদ ইচ্ছা করেই কচিং বন্ধ দিয়েছে, রিমা তাকে ভালোবাসে কিনা সেটা বোঝার জন্য..
রিয়াদ ভাবছে কালকেই রিমা কে সে প্রপোজ করবে.. যা হবার তাই হবে..
কাল রিমাকে কি বলে প্রপোজ করবে সাররাত তাই ভেবেছে..
পরদিন
দোকানের সেরা গোলাপ টি কিনে পকেটে রেখে কচিং এ গেল..
রিমা দূর থেকেই দেখতে পেলো, রিয়াদ কচিং এর একটি মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে..
এটা দেখে রিমা যে রিকশায় এসেছিল, আবার সেই রিকশাই উঠে বাসায় চলে যাচ্ছে..
রিয়াদ এটা বুঝতে পেরে রিমার পিছু পিছু দৌরাতে লাগলো..
এবং একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে এখন হসপিটালে..
:
ডাক্তার বেরিয়ে আসলো..
:-ডাক্তার সাহেব, রুগীর এখন কি অবস্থা..(রিমা)
:-একটা হাত ভেঙ্গে গেছে, আর মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে.. খুব শীগ্রই O- রক্ত জোগার করুন..(ডাক্তার)
:-আমার রক্তের গ্রুপ O- যত রক্ত লাগে আমি দিব..(রিমা)
:-ঠিক আছে চলুন..
:
রিয়াদের জ্ঞান ফিরেছে..
:-এই মেয়েটা নিজের রক্ত দিয়ে তোমাকে খুব শীগ্রই সুস্থ করে তুলেছে..(ডাক্তার)
:-কেনো তুমি আমাকে বাঁচালে..(রিয়াদ)
:-তোমাকে সুস্থ করে তারপর গলা টিপে মারবো সেজন্য.. এখন বলো কি বলতে পাগলের মত দৌড়াচ্ছিলে..(রিমা)
:-এখন আমি কি করে বলবো, আমার তো হাত ভেঙ্গে গেছে..
:-কথা তুমি হাত দিয়ে বলবে নাকি মুখ দিয়ে বলবে..
:-আমার পকেটে হাত দাও..
রিমা তার পকেটে হাত দিয়ে দেখে একটা গোলাপ ফুল..
:-এটা তোমার জন্য.. আর আজকে আমার ভালোবাসার কথা তোমাকে জানাতে চেয়ে ছিলাম..
রিয়াদ আস্তে আস্তে উঠে বসলো..
রিমা এবার রিয়াদের সামনে হাটু গেড়ে বসে, ফুলটি তার দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো..
জীবনে প্রথম কোনো ছেলে আমার এতটা কাছে এসেছে.. সে হলো তুমি..
তোমার পাগলামীতে সবার বিরক্ত হলেও, আমার খুব ভালো লাগতো..
বাসের ভিতর আমি শীতে কাপছিলাম, তুমি তোমার চাদরের ভিতর আমাকে জড়িয়ে নিলে..
তখন আমার মনে হয়ে ছিল, যদি এভাবে সারাটা জীবন তোমার সাথে মিশে থাকতে পারতাম..
তুমি দুই দিন কচিং বন্ধ দিয়েছো বলে আমি বাসায় খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম..
আমি তোমাকে হারাতে চায় না, সারাটা জীবন তোমার ভালোবাসার চাদরে জড়িয়ে থাকতে চায়.. I Love You..
:-রিমার এমন প্রপোজ দেখে রিয়াদের চোখ দুটো পানিতে ভিজে উঠেছে.. I Love You 2..💖💖
রিমা খুশিতে রিয়াদ কে বুকের মাঝে টেনে নিলো..
:-উহ্... আস্তে জড়িয়ে ধরো, হাতে খুব ব্যাথা..(রিয়াদ)
:-লাগুক.. বেশি করে ব্যাথা লাগুক, এতদিনে ভালোবাসার কথা টা বললে তো এমনটি হতো না..(রিমা)
:-সেটা অবশ্য ঠিক.. কিন্তুু আমি প্রপোজ করলে তো আমার মায়াবতীর এত সুন্দর একটা প্রপোজ পেতাম না..(রিয়াদ)
অবশেষে চুপি চুপি প্রেম টাকে, আজ পুরো পৃথিবীকে জানিয়ে দিল..

So আপনারা যদি কাউকে চুপি চুপি ভালোবেসে থাকেন, তাহলে খুব শীগ্রই তাকে মনের কথা টা জানিয়ে দিন..

 

Users who are viewing this thread

Back
Top