What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ঘূর্ণিঝড় ইয়াস কিছুটা স্বস্তি এনে দিল বটে, কিন্তু আগের কয়েক দিনের গরমের কথা নিশ্চয়ই মনে আছে। সূর্য যেন নেমে এসেছিল মাথার ওপর, অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। তখন কি মনে হয়েছিল, পৃথিবীর উষ্ণতম স্থানগুলোর কতটা উষ্ণ। চলুন দেখে নেওয়া যাক!

MTcWQ8w.jpg


যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি

১৯১৩ সালের গ্রীষ্মের কথা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালির ফার্নেস ক্রিক অঞ্চলের তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। বলা হয়ে থাকে, এটিই পৃথিবীর উষ্ণতম তাপমাত্রার রেকর্ড। ২০২০ সালেও ডেথ ভ্যালির এই অঞ্চলেই ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। যুক্তরাষ্ট্রের এই উষ্ণতম স্থানের গড় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস।

eAPMea4.jpg


লিবিয়ার আজিজিয়াহ

একসময় পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের রেকর্ড ছিল লিবিয়ার আজিজিয়াহ শহরের নামের সঙ্গে। ১৯২২ সালে দাবি করা হয়েছিল ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার। তবে ২০১২ সালে আবহাওয়াবিদেরা জানান, সেটি ভুল হিসাব দেওয়া হয়েছিল। তবে এ শহরের সাধারণ তাপমাত্রাই ৪৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় সেদিন যে ৫০ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কম ছিল না, তা ধারণা করা যায়।

V5giGBq.jpg


তিউনিসিয়ার কেবিলি

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া শুধু আরব বসন্তের জন্যই বিখ্যাত নয়, বিশ্বের অন্যতম উষ্ণ স্থান কেবিলিও এই দেশটিতে। বেশ ভালো স্বাদের খেজুরের জন্য বিখ্যাত এই মরুময় শহরে ৪০ ডিগ্রি সেলসিয়াস যেন নিয়মিত তাপমাত্রা। ১৯৩১ সালের জুলাই মাসে সর্বোচ্চ ৫৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড হয়েছিল এই শহরেই।

7dxskIl.jpg


কুয়েতের মিত্রিবাহ

উত্তর-পশ্চিম কুয়েতের এই প্রত্যন্ত এলাকায় ২০১৬ সালের ২১ জুলাইয়ে ৫৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছিল। এটিকে ধরা হয় পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি এশিয়া মহাদেশের সর্বোচ্চ তাপমাত্রাও এই মিত্রিবাহের।

Ju8qpcV.jpg


পাকিস্তানের তুরবাত

পাকিস্তানের দক্ষিণ বেলুচিস্তানে ২০১৭ সালের ২৪ মে রেকর্ড হয় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ তাপমাত্রা। বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে সেদিন ৫৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ।

ওয়াশিংটন পোস্ট ও ইনডিপেনডেন্ট অবলম্বনে

b1NcBUP.jpg
 

Users who are viewing this thread

Back
Top