What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল (1 Viewer)

Status
Not open for further replies.

apuvai

Moderator
Staff member
Moderator
Joined
Mar 23, 2019
Threads
20
Messages
12,899
Credits
82,072
Thermometer
Red Apple
Audio speakers
Pistol
Pistol
Thermometer
টন্টনে ১৭ জুন ২০১৯ তারিখে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্ব কাপের ২৩তম ম্যাচে
বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ কে ৭ উইকেটে হারিয়েছে।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৮ উইকেটে ৩২১ রানের বড়সড় একটি সংগ্রহ গড়ে তোলে।
আস্থা ছিলো, তবুও খানিকটা শঙ্কায় ছিলাম - টসে জিতে মাশরাফি ফিল্ডিং নিয়ে ভুলই করল কিনা?
ইংল্যান্ডে বিশ্ব কাপের ম্যাচগুলিতে বৃষ্টি যেভাবে হানা দিচ্ছে! :(


না, শঙ্কা অমূলক।
জবাবে বাংলাদেশ যোগ্যতর দল হিসাবে ৪১.৩ ওভারে ৩ উইকেটে প্রয়োজনীয় ৩২২ রান করে ৭ উইকেটের বিশাল জয় অর্জন করে।


বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান
চমৎকার অলরাউন্ড পারফরমেন্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে।
সাকিব মাত্র ৯৯ বলে অপরাজিত ১২৪ রান (১৬ টি চার সহ) করেছে।(স্ট্রাইক রেট - ১২৫.২৫)।
সাকিব বোলিংয়ে ৮ ওভারে ৫৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছে।
মাঠে তার দুর্দান্ত পার্টনার ছিল লিটন দাস।
লিটন ৮ টি চার ও ৪টি বিশাল ছক্কা সহ মাত্র ৬৯ বলে অপরাজিত ৯৪ রান করেছে।(স্ট্রাইক রেট - ১৩৬.২৩)।
তামিম ৬ টি চারের মার সহ ৫৩ বলে ৪৮ রান করেছে।(স্ট্রাইক রেট - ৯০.৫৬)।
সৌম্য ২ টি চার ও ২টি ছয় সহ ২৩ বলে ২৯ রান করেছে।(স্ট্রাইক রেট - ১২৬.০৮)।


বিশ্ব কাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান চেজ করা জয়।
সাবাস বাংলাদেশ ক্রিকেট দল।
এই জয় পরবর্তী ম্যাচগুলিতে বাংলাদেশ ক্রিকেট দলের কনফিডেন্স আরো বাড়িয়ে দিবে।

বাংলাদেশের জনগণ, ক্রিকেটপ্রেমী, শুভানুধ্যায়ী ও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।।
 
Last edited:
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top