What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made #অভিমান (M for Motivation) লেখাঃ- মোঃ আব্দুল্লা-হিল-মারুফ (তামিম) (1 Viewer)

Welcome! You have been invited by raja 123 to join our community. Please click here to register.
Joined
Apr 9, 2022
Threads
100
Messages
100
Credits
7,417
আত্মহত্যা মহাপাপ, তারপরও এই ভূল কাজটি অনেকেই করে থাকে।

প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট সহ্য করতে না পেরে অভিমানের পাল্লাকে ভারী করেই আত্মহত্যার পথ বেছে নেয়।

একটি মানুষ ঠিক কতটা কষ্ট পেলে নিজের জীবনকে এভাবে শেষ করে দিতে পারে তা আমার জানা নেই।

তবে সত্যি বলতে সে যে কারও উপর অভিমান করে বা কষ্ট পেয়ে আত্মহত্যা করল এতে লাভ হল কী?

দিন শেষে এই সমাজের কিছু মানুষ তাকে নিয়েই নাক সিটকাবে।

যার উপর অভিমান করে আত্মহত্যা করলেন তার কিছুই হবে না হয়ত কিছুদিন কষ্ট পাবে অথবা না।

সময় ঠিক নিজের মত করেই চলবে সেই সাথে আপনার প্রিয় মানুষগুলিও তাল মিলিয়ে যাবে কিন্তু সেই মুহুর্তগুলোতে থাকবেন না শুধু আপনি।

এমন অনেক ঘটনায় দেখা গিয়েছে প্রেমিক/প্রেমিকা,স্বামী/স্ত্রী এর বিবাদ-বিচ্ছেদের কারণে অথবা বাবা-মায়ের সাথে ঝগড়া করে এক রাশ অভিমান থেকে বেছে নিয়েছে এই ভূল পথটিকে।

হায় রে বোকা মানুষ একটু অভিমানের জন্য নিজের এই সুন্দর জীবনটিকে শেষ করে দিতে হবে এটি কোন ধরণের সমাধান?

এই অভিমান এই জেদটিকে কাজে লাগিয়ে যদি নিজের ক্যারিয়ারটিকে গড়ে নেওয়া যায় তবে একদিন সেই সব মানুষদেরকে উচিত জবাব দেওয়া যাবে যাদের কাছ থেকে অতীতে কষ্ট পেয়েছিলেন।

কিন্তু কয়জনে এসব ভাবে?

একটু ডিপ্রেশনে পড়লেই আগে সবাই ভেবে নেয় আত্মহত্যার কথা। জীবন এতটাই শস্তা যে অন্যের জন্য সেটি ত্যাগ করতে হবে?

হ্যা আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই বলে এভাবে কাপুরুষ এর মত নয় সম্মানের সাথে মৃত্যু বরণ করব।

তাই আবারও বলছি জীবনে অনেক ঝড় আসবেই কিন্তু তাই বলে ভেঙে পড়লে চলবে না বা ভূল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এমন ঝড়ের মোকাবিলা করতে জানতে হবে দুনীয়াকে দেখিয়ে দিতে হবে আপনিও পারেন।

You are not a loser, you are the best creature of creation.You can do anything if you try.



#অভিমান

লেখাঃ- মোঃ আব্দুল্লা-হিল-মারুফ (তামিম)



Copyright:- February 03,2022 at 03:27 AM.

Maruf Tamim (Author).
 

Users who are viewing this thread

Back
Top