What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান (1 Viewer)

SwapanBarman

Banned
Joined
Mar 8, 2018
Threads
1
Messages
18
Credits
4,625
যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধীদের বিচার নিশ্চিত করা -১৫ই জুলাই ১৯৭৩

অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমনে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে "জরুরি অবস্থা" ঘোষণার বিধান -২০শে সেপ্টেম্বর, ১৯৭৩

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুমোদন এবং চুক্তি অনুযায়ী ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় বিধান -২৩শে নভেম্বর ১৯৭৪

সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন-২৫শে জানুয়ারি ১৯৭৫

উপ-রাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরন -৮ই জুলাই ১৯৮১

রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান ও ঢাকার বাইরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca-এর নাম Dhaka এবং Bangali-এর নাম Bangla-তে পরিবর্তন করা হয়-৭ই জুন ১৯৮৮

রাষ্ট্রপতি পদে নির্বাচনের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা, রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তিকে পর পর দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা -১০ই জুলাই ১৯৮৯

রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ১৮০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদের বাংলা ভাষ্য সংশোধন ও সংসদে মহিলাদের ৩০টি আসন আরো ১০ বছরকালের জন্য সংরক্ষণ -১২ই জুন ১৯৯০

বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? উঃ সার্বভৌম প্রজাতন্ত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উঃ সংবিধান।
 

Users who are viewing this thread

Back
Top