What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

দুর্যোগ পরবর্তী মানসিক সমস্যা (1 Viewer)

MOHAKAAL

Mega Poster
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
2,286
Messages
16,050
Credits
1,469,378
Thermometer
Billiards
Sandwich
Profile Music
French Fries
o5ZyuXA.jpg


করোনাভাইরাস দুর্যোগের এই খারাপ সময়টাতে পুরো দুনিয়ার ৭০০ কোটি ‍মানুষ যুদ্ধ করে চলেছে। এই যুদ্ধের যোদ্ধা আপনি আমি আমরা একা নই, সবাই। গোটা দুনিয়ার মানুষ লড়ছে। নিজেকে একা ভাববেন না, আশা হারাবেন না…

মানুষের মন খুবই অদ্ভুত জিনিস। সবসময় সঠিক নিয়মের ভেতর ফেলে, এর কাছ থেকে ঠিক ঠিক বিষয়গুলিকে আদায় করে নেওয়া সহজ নয়। টিকে থাকতে গিয়ে মানুষকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় জীবনের সঙ্গে। জীবজন্তু, পোকামাকাড়, অসুখ-বিসুখ, ঝড়ঝাপটা, দুর্যোগ মাহমারী, এমনকি মানুষের নিজেদের তৈরি ঘাত-প্রতিঘাতের সঙ্গেও। এরকম কোনো বড় আক্রমণ বা দুর্যোগ যখন মানুষের সামনে এসে দাঁড়ায়, মানুষকে সেসবের মোকাবেলা করতে হয়। ইচ্ছায় কিংবা অনিচ্ছায়; যুদ্ধটা করতেই হয় টিকে থাকার জন্য। এই টিকে থাকার সংগ্রামে সবাই সমান পারদর্শী হবে এমন কোনো কথা নেই। আবার এটাও বলা যায়, এসব দুর্যোগে সবাই সম‍ানভাবে আক্রান্ত হবে, তাও ঠিক নয়। যেসব বিষয় মানুষের মানসিক দিকগুলোর বেশি ক্ষতি করে, শুধু সেসব ক্ষেত্রে লক্ষ রাখলেই যেকোনো বড় সমস্যা মোকাবেলা করা সম্ভব।

দুর্যোগ পরবর্তী মানসিক সমস্যা ও তার সমাধান

দুর্যোগে মানসিক পরিবর্তনগুলো সাধারণত নির্ভর করে এই বিষয়গুলোর উপর –

১. অতি সাধারণ বিশ্বাসের মত বিজ্ঞানও এটির প্রমাণ পেয়েছে যে, দুর্যোগের ভয়াবহতা যত বেশি হবে, সরাসরি আক্রান্ত বা পর্যবেক্ষণকারী মানুষের ভেতর দুর্যোগ পরবর্তী মানসিক সমস্যার স্থায়িত্ব ও তীব্রতা তত বেশি হবে। এক্ষেত্রে আরেকটি বিষয় দেখা যায়, যেখানে বেশি মানুষ সমানভাবে আক্রান্ত হয়, সেসব ক্ষেত্রে সমস্যাও বেশি হয়। অর্থাৎ কোনো ঘটনায় যদি স্বল্প সংখ্যক মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, তারচেয়ে ব্যাপক সংখ্যক মানুষ দুর্যোগে আক্রান্ত হলে সেখানে মানসিক প্রভাব বেশি পড়ে। যেমনঃ ঘূর্ণিঝড় বা সাইক্লোনের প্রভাব অনেক দিন পর্যন্ত থেকে যায়।

২. যেসব দুর্ঘটনা ইচ্ছে করে ঘটানো হয়, সেসব ক্ষেত্রে মানসিক সমস্যা ও সমস্যার তীব্রতা বেশি হয়। যেমনঃ যুদ্ধ, সন্ত্রাসী আক্রমণ বা এমন কিছু। অন্যদিকে যেসব ঘটনা অনিচ্ছাকৃত কারণে ঘটে যায়, সেসব ঘটনায় আক্রান্ত মানুষের মানসিক সমস্যা কিছুটা কম হয়। যেমনঃ বিমান দুর্ঘটনা, পরিবহণের অন্য কোনো বড় দুর্ঘটনা, শিল্প কারখানায় ঘটা কোনো অনাকাঙ্খিত বিস্ফোরণ প্রভৃতি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে (ঝড়, সাইক্লোন, টর্নেডো) যে পরিমানে মানসিক সমস্যা হয়, উপরের যেকোনো ঘটনায় তার থেকে বেশি সমস্যা দেখা যায়। এসব ক্ষেত্রে মানসিক সমস্যার ধরণ অনেকাংশে নির্ভর করে মানুষের মেনে নেওয়ার ক্ষমতা, অভ্যস্ততার ওপর।

৩. মহিলা, বিশেষ করে যাদের ছোট ছোট ছেলে-মেয়ে থাকে, তাদের মানসিক সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সন্তানের কোনোপ্রকার বিপদ অথবা মৃত্যু কারোই কাম্য নয়। কিন্তু তবুও কখনো কখনো এ বাস্তবতার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে দেখা যায় মায়েরাই মানসিক ভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েন সন্তানের ভাবনায়।

৪. যাদের আগে থেকেই কোনো মানসিক সমস্যার ইতিহাস আছে বা যারা অধিক মানসিক চাপে থাকেন, তাদেরও নতুন করে সমস্যা হতে পারে। এদের মানসিক অবস্থা এমনিতেই নাজুক থাকে, তার উপর দুর্যোগের শোকময় খবরগুলো মানুষটিকে আরো বিক্ষিপ্ত করে তোলে।

৫. আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, 'ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই তার ভয়'। কথার উৎপত্তি যেভাবেই হোক, এটি সত্যতায় সর্বত্র সমান। এখানেও বিষয়টি সেরকমই ঘটে, অর্থাৎ যেসব মানুষ পূর্বে ব্যক্তিগত ভাবে (ধর্ষণ বা এক্সিডেন্ট) কিংবা সমষ্টিগত ভাবে (ভূমিকম্প বা গণহত্যা) কোনো দুর্যোগ বা দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার ইতিহাস আছে, তাদের মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৬. কিছু কিছু বিশেষ অভিজ্ঞতাও মানসিকভাবে বেশি ক্ষতির কারণ হতে পারে। যেমন কাছের কাউকে মারা যেতে দেখা, কিশোর বয়সের সন্তানকে হারানো, গুলি বা বন্দুকের মুখে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা, বিশেষ বিশেষ ক্ষেত্রে আটকে যাওয়া এবং আপাতভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা, দুর্যোগ বা দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হওয়া ইত্যাদি। যার প্রায় অনেকগুলোই সাভার ট্র্যাজেডিতে আমরা দেখেছি। আক্রান্তরা কাছ থেকে অনেককেই মারা যেতে দেখেছেন, বিশেষ করে আটকে থাকা অবস্থায়তো অবশ্যই। আমরা দেখেছি, অনেকেই বেঁচে এসেছেন, যাদের অনেকেই মৃত্যুর জন্য অপেক্ষাও করেছেন, শুধু ভাগ্য বা কপালের জোড়ে এবং উদ্ধারকর্মীদের সহায়তায় বেঁচে এসেছেন।

৭. মনে রাখতে হবে, দুর্ঘটনায় আক্রান্ত মানুষের শারীরিক সমস্যাও পরবর্তীতে মানসিক সমস্যা তৈরি করতে পারে। যেমন- শরীরের কোথাও পুড়ে যাওয়া, ছিড়ে যাওয়া, মাথায় আঘাত পাওয়া, শরীর বিষাক্ত কিছুর সংস্পর্শে আসা বা শরীরে অন্য কোনোভাবে বিষক্রিয়া তৈরি হওয়া ইত্যাদি। এসব সমস্যা পরবর্তীতে কাজের ক্ষেত্রে, চিন্তা করার ক্ষেত্রে, মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে বারবার অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাওয়াসহ আরও অনেক ধনের মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে।

৮. ধর্ষণের মত অনেক বিষয় আছে, যা নিয়ে মানুষ মুখ খুলতে চায় না। এখানে বিভিন্ন ধরনের সংস্কার-কুসংস্কার বা সামাজিকভাবে অপদস্ত হওয়ার ভয় কাজ করে। এসব ক্ষেত্রে সে হয়ত তার কথাগুলো, তার ভয়গুলো কারো সাথে ভাগ করতে পারছে না; ফলে তার ভেতর এক ধরনের মাসসিক চাপ কাজ করছে। এসব সমস্যা পরবর্তীতে মানসিক রোগ সহ আরো অনেক জটিলতা তৈরি করতে পারে। অতএব এ বিষয়ে সচেতনতা ছাড়াও বিশেষ বিশেষ কায়দায় সহায়তা অতিব জরুরী।

৯. যুদ্ধের কারণে বা রাজনৈতিক সহিংসতার কারণে বিভিন্ন শরনার্থীর মাঝেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। সরাসরি ঘটনা ছাড়াও নিজের বাড়ি ছেড়ে আসা, শরণার্থী শিবিরে বিভিন্ন নেতিবাচক প্রভাবের কারণেও মানসিক সমস্যা হতে পারে। পৃথিবী জুড়ে বিভিন্ন শরনার্থী শিবিরে এসব দেখা যায়। পুষ্টিহীনতা, বিভিন্ন ধরনের সংক্রমন বা সংক্রমিত রোগ, ধর্ষণ, শারীরিক নির্যাতনসহ অনেক কিছুই মানুষের সমস্যা কিংবা রোগ তৈরি করতে পারে।

১০. অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা মনে রাখা জরুরী, তা হলো সামাজিক বন্ধন, পারিবারিক সহযোগীতা, বন্ধু-বান্ধবদের সহযোগী মনোভাব মানসিক সমস্যা মোকাবেলা ও কমিয়ে আনতে দারুণভাবে সহায়ক। কোনো সন্দেহ নেই যে, আমাদের দেশ ও সমাজ এসব বিষয়ে পৃথিবীর যেকোনো দেশ থেকে এগিয়ে, যা ধরে রাখাও জরুরী।

১১. যাদের পূর্বে এধরনের অভিজ্ঞতা হয়েছে এবং যারা সাফল্যের সঙ্গে এগুলো মোকাবেলা করেছেন তাদের জন্য বিষয়গুলো তুলনামূলক সহজ। পূর্বের অভিজ্ঞতা অনেক সময় 'ভেকসিন'র মতো কাজ করে। আমাদের সমুদ্রতীরবর্তী এলাকার মানুষ অনেক সাহসী হয়। বারবার আক্রান্ত হওয়ার কারণে একধরনের অভ্যস্ততা তৈরি হয় যা মানুষকে আরো দৃঢ় ও শক্তভাবে মোকাবেলা করতে সহায়তা করে।

১২. মিডিয়ায় প্রচারণা ও প্রচার কৌশলও বেশ বড় একটি ব্যাপার। এ বিষয়গুলো মানুষ কিভাবে দেখছে, কতটুকু দেখছে, সেসব আবার মানুষ কিভাবে নিচ্ছে, তাও একট‍া বড় বিষয়। পৃথিবীর অনেক দেশে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের এসব প্রচারণা থেকে দূরে রাখার সবরকম চেষ্টা করা হয়।

১৩. মনে রাখতে হবে, দুর্যোগ বা দুর্ঘটনার তীব্রতা যত বেশি হয় ব্যক্তিগত বিষয়গুলোর গুরুত্ব তত কমে আসে। দেখা যায় সবার মাঝেই তখন বিভিন্ন রকম মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তীব্রতা কম হলে, আলাদা মানুষের ভেতর আলাদা প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে।

দুর্যোগের পর আক্রান্ত মানুষগুলোর মনের ভেতর যে ভীষণ আলোড়ন তৈরি হয়, উপরের বিষয়গুলোর ওপর সেসবের অনেক কিছুই নির্ভর করে। যেকোনো ধরনের পদক্ষেপের জন্য বিষয়গুলোর গুরুত্ব অনেক। এগুলো মনে রাখলে দুর্যোগ পরবর্তী সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব।
 

Users who are viewing this thread

Back
Top