What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বৌদ্ধ ধর্মে প্রতীক হিসেবে চাকা গুরুত্বপূর্ণ কেন? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
বুদ্ধ, তাঁর ৩৫ বছর বয়সে, বোধগয়াই নীরঞ্জনা নদীর তীরে, দীর্ঘ ৪৮ দিন তপস্যা করে, মায়াজগতের রাজা মরা কে পরাজিত করার পর পরোমজ্ঞান বা নির্বাণ/এনলাইটমেন্ট লাভ করেন। পরমজ্ঞান লাভের পর, তিনি সারনাথে ৫ শিষ্যকে জাগতিক দুর্ভোগ এর কারণ ও তার থেকে মুক্তি পাওয়ার জ্ঞান,

তথা

১। পৃথিবী দুঃখকষ্টময়।

২। দুঃখের কারণ আমাদের কামনা ও বাসনা।

৩। দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৪। অষ্টাঙ্গিক মার্গ তথা,

  • ১. সম্যক দৃষ্টি
  • ২. সম্যক সঙ্কল্প
  • ৩. সম্যক বাক্য
  • ৪. সম্যক কর্ম
  • ৫. সম্যক জীবিকা
  • ৬. সম্যক প্রযত্ন
  • ৭. সম্যক স্মৃতি
  • ৮. সম্যক সমাধি
এর দ্বারা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জ্ঞান প্রদান করেন।

main-qimg-6fe2034565202ede3aa17c22c02a63d1
এই ঘটনাকে বলা হয় "ধর্ম'চক্র'পরিবর্তন"। তাই চাকা বৌদ্ধধর্মে একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু ধর্মের চাকা ঘুরিয়ে দেওয়া হলো।

আরো এরকম কিছু চিহ্ন বৌদ্ধধর্মে গুরুত্বপূর্ণ, যেমন,

পদ্ম - ভগবান বুদ্ধের জন্ম,

ঘোড়া - ভগবান বুদ্ধের ঘর ছেড়ে পালানো

বোধি বৃক্ষ - ভগবান বুদ্ধের জ্ঞান লাভ

ইত্যাদি।

ভগবান বুদ্ধ যে গাছের তলায় বসে সাধনা করে পরোমজ্ঞান লাভ করেছিলেন, তা নিয়ে একটা গল্প আছে।

মহামতি অশোকের স্ত্রী তিসারক্ষা, মৌর্য বংশ যিনি উৎখাত করেছিলেন অর্থাৎ পুষ্যভূতি সুঙ্গ ও বাংলার রাজা শশাঙ্ক ওই গাছ কেটে ফেলেছিলেন। কিন্ত যতবার ওই গাছ কাটা হয়েছে, ততবার ওই গাছ নতুন জন্মেছে।

ভগবান বুদ্ধের শেষ উক্তি,

main-qimg-309cc33d508979886cb1f51200de21c0
Transliteration

va ya dha mmā saṃ khā rā
a ppa mā de na saṃ pa de thā

vayadhammā sankhārā
appamādena saṃpadethā

Translation

Conditioned things are perishable;
with vigilance strive to succeed.
 

Users who are viewing this thread

Back
Top