What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কম্পিউটারের ব্রাউজার (Windows Browser) বৃত্তান্ত এবং নিরাপত্তা, গোপনীয়তা রক্ষায় সেরা ব্রাউজারগুলো (1 Viewer)

Black Knight

Not Writer or Creator, Only Collector
Staff member
Supporter
Joined
Mar 6, 2018
Threads
265
Messages
25,763
Credits
560,184
Birthday Cake
Billed Cap
Rocket
Pizza
Mosque
Pizza
কম্পিউটারের ব্রাউজার বৃত্তান্ত এবং নিরাপত্তা, গোপনীয়তা রক্ষায় সেরা ব্রাউজারগুলো
কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারকারিদের কাছে ব্রাউজার হল ভারচুয়াল জগতের অন্যতম একটা প্রবেশদ্বার। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যারা সচরাচর ইন্টারনেট ব্যবহার করি, তারা প্রায়শই এইটি প্রশ্নের উত্তর খুজি কোন ব্রাউজারটা ভাল হবে আমার জন্য। চলুন এই প্রশ্নের উত্তর খোজা যাক আজকে।

অনেকেই প্রশ্ন করেন, কোন ব্রাউজার বেশি ভালো? এখন কথা হল কোন ভাল দিকটি আপনি খুঁজছেন।
  • বেশি পারফরমেঞ্চ, নাকি
  • সহজ ও তুলনামুলক কম শক্তিশালী, না
  • কম পাওয়ার খরজ করে
  • কার্যকর অ্যাড-অন সমৃদ্ধ
  • HTML পারফরমেঞ্চ ভাল, নাকি
  • দ্রুত ওপেন হয় ও অন্যান্য বৈশিষ্ট্য

মাইক্রোসফটের দাবি, যত ব্রাউজার আছে তার মধ্যে ব্যাটারির চার্জ কম ফুরোনোর দিক থেকে এজ ব্রাউজার সেরা। সম্প্রতি এজের সঙ্গে গুগলের ক্রোম, মজিলার ফায়ারফক্স ও অপেরা ব্রাউজার নিয়ে একটি পরীক্ষা চালায় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। এখন কথা হল যারা ল্যপটপের জন্য ব্রাউজার খুজছেন যা আপনার ব্যাটারি কম খরজ করবে, তাদের জন্য আদর্শ হতে পারে এজ ব্রাউজার।

এছাড়াও এজ ব্রাউজার অনেক দ্রুত ওপেন হয়। কিন্তু এই ব্রাউজারটি শুধুমাত্র উইন্ডোজ ১০ ব্যবহারকারীই ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফটের সারফেস বুকে ফেসবুক, ইউটিউব, উইকিপিডিয়া ও আমাজনের মতো সাইটগুলো বিভিন্ন ব্রাউজার দিয়ে চালিয়ে এ পরীক্ষা করা হয়।

এতে দেখা গেছে, এজ ব্রাউজার ব্যবহারে চার্জ থাকে ৭ ঘণ্টা ২২ মিনিট। সবচেয়ে খারাপ পারফরম্যান্স ক্রোম ব্রাউজারের। এই ব্রাউজার ব্যবহারে চার্জ থাকে মাত্র ৪ ঘণ্টা ১৯ মিনিট। ফায়ারফক্স ব্যবহারে চার্জ থাকে ৫ ঘণ্টা ৯ মিনিট আর অপেরার ব্যাটারি সেভিং মোড ব্যবহারে চার্জ থাকে ৬ ঘণ্টা ১৮ মিনিট।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে তারা এজ ব্রাউজারের পারফরম্যান্স বাড়াতে বিশেষ কিছু পরিবর্তন এনেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদক্ষেপ হল অ্যাড-অন সমর্থন করবে।


কিন্তু আমরা যদি ব্রাউজার মার্কেট শেয়ার বা জনপ্রিয়তা ২০১৮ পর্যালোচনা করি, তাহলে প্রতীয়মান হয় যে গুগল ক্রম সবচেয়ে এগিয়ে। তারপর অন্যান্য গুলো-
  • গুগলের গুগল ক্রম
  • অ্যাপলের সাফারি
  • মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার বা এজড
  • মজিলার ফায়ারফক্স
  • অপেরা
  • অন্যান্য
web-browser-market-share.png
এবার দেখা যাক ব্রাউজারের প্রযুক্তিগত কার্যক্ষমতা, যা আমাদের হাতে কলমে প্রমান দিবে কোনটা কোনদিক থেকে ভাল, আর সেই অনুযায়ী আমরা আমাদের পছন্দের ব্রাউজার নির্ণয় করতে পারব।
Jetstream বেঞ্চমার্ক, যা আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশনের উপর গুরুত্ত্ব দেয়, এখানে বিজয়ী হয়েছে মাইক্রোসফট এর নতুন ব্রাউজার এজ। ক্রম, অপেরা, ভিভাল্ডিও খুব পিছিয়ে নেই।
জাভা স্ক্রিপ্ট বেঞ্চমার্কের জন্য মজিলার Kraken JavaScript ও গুগলের Octane দিয়েছে ভিন্ন তথ্য। Kraken JavaScript এর বিজয়ী ক্রম এবং Octane এর বিজয়ী এজ।
গুরুত্বপূর্ণ HTML 5 পরিক্ষায় বিজয়ী ক্রম এবং ভিভাল্ডি ব্রাউজার তবে খুব পিছিয়ে নেই অপেরাও।


নিচে ২০১৮ সালের কিছু তথ্য উপাত্ত দেওয়া হল, যা ব্রাউজার গুলোর বিভিন্ন সুযোগ সুবিধা সহ কোন প্লাটফর্মে তৈরি ও অন্যান্য বিষয় প্রদর্শন করে।
browser-comparison-.png

octane2-100759842-orig.jpg

cpu2-100759844-orig.jpg

memory2-100759843-orig.jpg


এখন আপনারাই ভাবুন কোনটা আপনার জন্য বেস্ট।

প্রাইভেট ব্রাউজারঃ
উপরের এই সব ব্রাউজারে আমরা কত কিছুই তো ব্রাউজ করে থাকি বিভিন্ন ওয়েবসাইট গুলোতে। কত সেনসিটিভ বিষয় থাকে এর মধ্যে। ব্যাংক অ্যাকাউন্ট গুলোর পাসওয়ার্ড , বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোর অ্যাকাউন্ট, নিজস্ব ওয়েবসাইটের কন্ট্রোল, ক্লাউডে রাখা গুরুত্বপূর্ণ তথ্য ফাইল কিংবা ব্যক্তিগত কত কিছু। এই ব্রাউজার গুলোর উপর ভরসা করেই আমরা অনলাইনে আমাদের সকল সেনসিটিভ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি। একবার ভেবেছেন কি যে ব্রাউজার গুলো কতটা বিশ্বস্ত? কতটা নিরাপদ আপনার তথ্য গুলোর নিরাপত্তা দিতে? একবার যদি সব তথ্য গুলো কেউ হাতিয়ে নেয় তাহলে কি হবে? অথবা এই ব্রাউজার কন্ট্রোলটি যদি হ্যাকারদের হাতে চলে যায় তাহলেই বা আপনি কি করবেন? ট্রোজান তো চিনেনই, এটাও কিন্তু ব্রাউজারের মাধ্যমে নিজের ভিত শক্ত করে। কি, এখন নিজেকে খুব অসহায় লাগছে? ভাবছেন আপনি এখন যেই ব্রাউজারের উপর বিশ্বাস করে আমার পোস্টটি পড়ছেন সেই ব্রাউজারটা কি নিরাপদ নয়? হুম এমন অনেক প্রশ্ন আছে যেগুলো করলে আপনি হয়তো আর রাতে ঘুমাতেই পারবেন না আপনার অনলাইনে তথ্য নিরাপত্তাহীনতা নিয়ে। সেজন্য আজ আমি আপনাদের এমন কিছু ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিবো যা আপনার এই চিন্তা থেকে মুক্তি দিতে সহায়তা করবে। তাহলে চলুন পরিচিত হই কয়েকটি শক্তিশালী প্রাইভেসি যুক্ত ব্রাউজারের সাথে।

Brave Browser:
ব্রেইভ ব্রাউজার যা Brendan Eich ( মজিলা প্রোজেক্টের সহ প্রতিষ্ঠাতা ) এর উদ্ভাবন করা। এটি অতি উচ্চমানের নিরাপত্তা যুক্ত ওপেন সোর্স ব্রাউজার যা Chromium/Blink engine, ব্লকিং ওয়েবসাইট ট্র্যাকার, ব্যান্ডওয়াইথ রক্ষা করা এবং ব্রেইভ ব্রাউজার দ্বারা মনোনীত অ্যাড গুলো শুধু দেখানোর উপর ভিত্তি করে গঠিত। পিসি এবং ম্যাকের জন্য এর ভার্সন রয়েছে। ব্রাউজারটি আপনার কম ডাটা খরচ করে অনলাইনে প্রাইভেসি বাড়াতে ছোট ছোট বিজ্ঞাপনের মাধ্যমে কাজ করে। ব্রেভ ব্রাউজার আপনার ব্রাউজিং হিস্টোরি দেখে কিছু টার্গেট করে রাখা অ্যাড এর উপর নজর রাখে গোপনে যেন সেগুলো ট্রোজানের মত কিছু ডিভাইসে না দিয়ে দিতে পারে। ব্রেভ ব্রাউজার যে সকল অ্যাড আপনার ব্রাউজারে অনুমোদন দেয় তা হতে প্রাপ্ত আয় এর ১৫% অর্থ ব্রেভ ব্রাউজারের উন্নয়নে সংগ্রহ করে, ৫৫% পাব্লিশারকে দেয়, ১৫% পার্টনারদের দেয়, আর ১৫% আমাদের মত যারা ইউজার তাদের জন্য দেয় অনলাইনে সিকিউরিটি বাড়ানোর মাধ্যমে।
Download Link:Download Browser with Adblocker for Mobile & Desktop | Brave Browser


Comodo Browser:
Comodo দুই ধরনে পাওয়া যায়: 'ড্রাগন', যা ক্রোমিয়াম ভিত্তিক এবং ফায়ারফক্স ভিত্তিক 'আইস ড্রাগন' । দুটোই তাদের সকল ফিচার গুলো শেয়ার করে তাদের সম্মানিত গ্রাহকদের জন্য। comodo এর রয়েছে অসাধারণ অতিরিক্ত নিরাপত্তার স্তর যা আপনাকে স্বস্তি দিবে। কমোডো অন-সাইট ম্যালওয়্যার স্ক্যানিং, নিরাপদ ডিএনএস, এসএসএল এবং ডোমেন ভ্যালিডেশন প্রদান করে, এবং এটি সমস্ত ট্র্যাকিং, কুকি এবং ওয়েব স্পেস ব্লক করে।

Comodo এর বেশ কিছু প্রতিযোগী ব্রাউজার আছে যা comodo কে আরো আপডেট সিকিউরিটি মাধ্যমে প্রবেশ করাচ্ছে কোন রকম অতিরিক্ত মেমোরি বাড়ানো ছাড়াই ফলে ব্রাউজার আগের মতই ফাস্ট কাজ করে। এর একটি অসাধারণ ফিচার হলো ডোমেইন ফিল্টারিং, এর মাধ্যমে বাজে দুর্বল ডোমেইন যুক্ত ওয়েবসাইট গুলোকে ফিল্টার করে সারিয়ে রাখে যেন গ্রাহককে কোন রকম malware না দিতে পারে।
Download Link:Comodo | Global Leader in Cyber Security Solutions



Epic Browser:
উইন্ডোজ এবং ম্যাক দুইয়ের জন্যই এর ভার্সন রয়েছে। Chromium- ভিত্তিক Epic একটি অতি – ক্ষুদ্রতম ব্রাউজার যা গোপনীয়তার জন্য প্রতিটি অপ্রয়োজনীয় বৈশিষ্ট্যটি ফিচারকে সরিয়ে দেয়। এটি একটি বিল্ট-ইন প্রক্সি ফিচার ব্যবহার করে যা আপনাকে anonymous রাখতে এবং আপনার অবস্থান লুকাতে সহায়তা করে, কারণ এটি আপনার আইপি অ্যাড্রেস রক্ষা করে। Epic ব্রাউজারে আরেকটি ফিচার হলো "Do Not Track" আর "exempts the traces" অ্যাক্টিভ করার অপশন আছে যার মাধ্যমে আপনি ইচ্ছে করলে লোকেশন লুকাতে পারবেন আবার চাইলে লোকেশন চালু করতে পারবেন। এটা আপনাকে ওই সকল ওয়েবসাইট থেকে দূরে রাখবে যেগুলো আপনার ব্যক্তিগত তথ্য বেশি চায়। আপনার ফিংগার প্রিন্টের মত গোপনীয় তথ্য গুলো এই ব্রাউজার ব্লক করে দেয়। আবার এমন অনেক image canvas data-accessing এর মত বিষয় গুলোকে ব্লক করে দেয় এটি কারণ সহজে কেউ যেন ট্র্যাক না করতে পারে। এটা সত্য যে Epic ব্রাউজার ওয়ান ক্লিক প্রক্সি চলার সময় হাল্কা স্লো ব্রাউজ করে তবে ভালো মানের উচ্চ ক্ষমতার ডিভাইসে এই সমস্যা কোন সমস্যা বলে মনে হবে না। যারা প্রাথমিক ভাবে নিজেদের প্রাইভেসি নিয়ে ভাবে কিংবা নিজেদের anonymous করে রাখতে চায় তাদের জন্য এটা তেমন কোন সমস্যা না।
Download Link:Epic Privacy Browser, a secure chromium-based web browser that protects your privacy and browsing history | a free VPN privacy browser



HTTPS Everywhere:
HTTPS Everywhere ব্রাউজারটি মূলত chrome ব্রাউজারের বর্ধিত রুপ মানে Extennsion । এই ব্রাউজার আপনার ওয়েব ব্রাউজিং করা নিয়ন্ত্রন করবে কিছু ক্ষেত্রে। আপনার ব্রাউজিং বেশি নিরাপদ রাখতে এই ব্রাউজার বেশ কিছু ওয়েবসাইট এনক্রিপ্ট করে দেয়। সর্বত্র HTTPS একটি EFF / টর প্রকল্প যা SSL নিরাপত্তায় Chrome, ফায়ারফক্স এবং অপেরাতে এটি সম্ভব হয়।

সর্বত্র HTTPS স্বয়ংক্রিয়ভাবে হাজার হাজার ওয়েবসাইট "HTTP" থেকে "HTTPS" এ সরিয়ে দেবে। এক্সটেনশন আপনাকে অসংখ্য ধরনের নজরদারি ও অ্যাকাউন্ট হাইজ্যাকিংয়ের বিরুদ্ধে এবং সেন্সরশিপের কিছু ফর্মগুলি থেকে রক্ষা করতে পারে।
Download Link:HTTPS Everywhere



TOR Browser:
টর ব্রাউজার, ইন্টারনেটে এর খুব সুপ্রতিষ্ঠিত খ্যাতি রয়েছে। এর একটি বিশাল ফ্যান বেজ রয়েছে বিশ্ব জুড়ে। এটি আপনাকে মুক্ত ভাবে ব্রাউজিং করতে সহায়তা করে। এটি 'লুকানো' রিলে সার্ভারগুলির নেটওয়ার্ক ব্যবহার করে। এই ব্রাউজারকে অনেকে 'onion routers' নামেও জানে। টর ব্রাউজার আপনার পরিচিত ইন্টারফেস শুধু মনে রাখে তাই যে কেও আপনার ব্রাউজারের মাধ্যমে বাহির থেকে ইন্টারফেস করতে অক্ষম। এই ব্রাউজারের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ সম্ভব নয়। অনেকেই anonymous হিসেবে নিজেকে অনলাইনে রাখতে টর ব্রাউজার ব্যবহার করে। হ্যাকারদের এই ব্রাউজার খুব পছন্দের একটি নাম কারণ এর মাধ্যমে আপনি অনলাইন জগতের সব ক্ষেত্রে পৌঁছাতে সক্ষম কোন প্রকার নিজের ক্ষতি ছাড়াই। যাইহোক, টর প্রকল্প নিরাপদভাবে ব্যবহারের জন্য Dose এবং don'ts এর একটি সুস্পষ্ট তালিকা প্রদান করে, যার ফলে বহিরাগত অ্যাপ্লিকেশানগুলির প্রয়োজন এমন কোনও ডকুমেন্ট ডাউনলোড এবং খোলার বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করে। আপনি আপনার পিসিতে যে কোন অপারেটিং সিস্টেমে টর ইন্সটল করে নিজের ইচ্ছে মত ব্যাবহার করতে পারবেন সম্পূর্ণ নিজের খেয়াল খুশি মত।
Download Link:টর ব্রাউজার (Tor Browser) কি? VPN থেকে কি এটা নিরাপদ এবং Windows এর ব্যবহার পদ্ধতি



এই ছিলো বেস্ট প্রাইভেসি সেটিংস যুক্ত ব্রাউজারের পরিচিতি। এগুলোর যে কোনটি আপনি ব্যবহার করে আপনার ব্রাউজিং জগত নিরাপদ করতে পারেন। তবে এই ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রাইভেসি রক্ষা করতে গিয়ে ব্রাউজার গুলো স্লো কাজ করতে পারে কিংবা সব ধরণের সাইটে ঢুকতে পারবে না। নিরাপত্তার কথা বিবেচনায় এটুকু মানতেই হবে আপনাকে। তবে আমি ব্যক্তিগত ভাবে টর ব্যবহার করি। বাকি গুলোও ব্যবহার করেছি কিন্তু তেমন শান্তিতে ব্রাউজিং করতে পারিনি বিধায় আনইন্সটল করে দিয়েছি।
 

Users who are viewing this thread

Back
Top