What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

স্বাধীনতা by নির্জন আহমেদ (1 Viewer)

Ochena_Manush

Master Member
Elite Leader
Joined
Aug 12, 2022
Threads
336
Messages
22,084
Credits
465,695
LittleRed Car
Automobile
Strawberry
Audio speakers
ঐশীর বাবা মায়ের ডিভোর্সের পর ওদের বাড়ি আর যাইনি বললেই চলে। ঐশীর বাবা আমাকে পছন্দ করতেন না খুব একটা। দেখলেই নানান ট্যাঁরা কথা বলতেন। বড় দাড়ি রেখেছিলাম বলে একদিন বলেছিলেন, "তোমার সাথে ঘুরতে ঘুরতে আমার মেয়েটাও রুচিহীন হয়ে যাচ্ছে। সাজে না ভালোমতো। শরীরের যত্ন নেয় না!"
যেন ঐশীকে আনকনভেনশনাল হয়ে চলার জন্য আমিই প্ররোচনা দিয়েছি। ঐশীর মা এমন কাঠখোট্টা নন। বেশ মর্ডান। এই মহিলা ঐ কন্ট্রোল ফ্রিককে এতোদিন সহ্য করেছেন কীভাবে, সেটা আশ্চর্যের বিষয়।
আজ ঐশী আমাকে হুট করে ফোন করে বলল, "তুই আমার বাড়ি আসতে পারবি? আজ মমের জন্মদিন!"
বললাম, "আগে বলবি না? শালার পকেটে টাকা পয়সা নেই। গিফট তো কিনতে হবে নাকি?"
ঐশী বলল, "তোর কাছে টাকা আবার ছিল কবে? খালি হাতেই আসিস। মম কিছু মনে করবে না। কাউকে বলিনি। মমের দু একজন কলিগ আসবে শুধু!"
ওর সাথে পরিচিত হয়েছিলাম সিকানদারের মাধ্যমে। সিকান্দারের সাথে ঐশীর প্রেমটা টেকেনি। কিন্তু ঐশীর সাথে কেন জানি না, বন্ধুত্বটা আমার অটুট। সে সূত্রে বহুবার ওদের বাড়ি গিয়েছি। আন্টির সাথেও খুল্লামখুল্লা সম্পর্ক হয়ে গিয়েছিল। ঐশীর বাবা ঘরে না থাকলে, আমরা প্রায় দিনই বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা লুডু খেলেছি। ঐশীর মায়ের ভুবনমোহিনী হাসি আর রূপরস আমাকে আটকে রাখত ঘণ্টার পর ঘণ্টা!
তারপর শুরু হলো ঐশীর বাবামায়ের ডিভোর্স প্রসিডিওর। ঐশীর সাথে যোগাযোগটা কমে গিয়েছিল। মাঝেমাঝে দেখা হতো, একসাথে সিগারেট টিগারেট খেয়ে, প্রেম অপ্রেম নিয়ে আলোচনা করে আধঘণ্টা একঘণ্টা উড়িয়ে ঐশী বাসায় ফিরত।
সিকান্দারের কাছেই ধার নিলাম পাঁচশো টাকা। সিকান্দার টাকাটা দিয়ে বলল, "শালা, তুই এখনো ঐশীর সাথে কথা বলিস কেন রে? আমার জন্যেই ওকে চিনলি, এখন আমার সাথে ও নাই। ওর সাথে তোর এত পিরিত কীসের?"
বললাম, "মাদারি, প্রেমটা টিকিয়ে রাখতে পারলি না, সেটা আমার দোষ?"
সিকান্দার বলল, "অতো মর্ডান মেয়ে বাবা আমার দরকার নাই! রাত একটার সময় যে মেয়ে বাইরে এসে ছেলে বন্ধুর সাথে দেখা করে, তার সাথে সম্পর্ক রাখা সম্ভব না!"
ঐশীর সাথে ব্রেকাপের পর সিকান্দার নামাজ পড়তে শুরু করেছে। ইদানিং শার্ট প্যান্টের চেয়ে টুপি পাঞ্জাবিই পরনে বেশি থাকে!
বললাম, "এত কনজার্বেটিভ চিন্তা তোর, শালা প্রেম করতে গেলি কেন? মাদ্রাসার একটা মেয়েকে বিয়ে করে বৌ এর সাথে প্রেম করতি!"
সিকান্দার আরবিতে গালি দিল আমাকে।
ঐশীর মায়ের জন্য কী কেনা যায়? ভদ্রমহিলা এখনো যৌবন ধরে রেখেছেন শক্ত হাতে। উদ্ধত মাঝারী স্তন, নিতম্বের আকার, মেহদীন ঋজু দেহ- এসব যেন ঐশীর মায়ের সমার্থক। স্লিভলেস পরে যখন আমার সামনে আসতেন তিনি, চোখটা আটকে যেত ওর দুই বাহুতেই।
Hidden content
You need to reply to this thread or react to this post in order to see this content.
 

Users who are viewing this thread

Back
Top